ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ব্যাংক এমডিদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ১৬ জুলাই ২০১৯

দেশের ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের সমস্যা সংকট নিয়ে ২১ জুলাই বেলা ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে উপলক্ষে তফসিলভুক্ত ৫৯টি ব্যাংকের এমডিদেরকে চিঠি দেওয়া হয়েছে

ব্যাংকিং খাতের বিদ্যমান তারল্য সংকট, ঋণ আমানতের ঊর্ধ্বমুখী সুদহার নিয়ন্ত্রণ, খেলাপি ঋণের লাগাম টানা, মার্জার-অ্যাকুইজিশন দেউলিয়া আইন প্রবর্তন, আইনি কাঠামো অর্থঋণ আদালতের সংস্কার পর্যালোচনাসহ অন্তত এক ডজন বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে

বিদায়ী অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতি পর্যালোচনা এবং ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতির কৌশল লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টিও বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে

চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক তিন মাস অন্তর ব্যাংক নির্বাহীদের সঙ্গে বৈঠক করে এরই ধারাবাহিকতায় ২১ এপ্রিলের বৈঠক আহ্বান করা হয়েছে

এএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি