ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ব্যাংক এশিয়া ও ব্যুরো বাংলাদেশের মধ্যে চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১০ জানুয়ারি ২০১৯

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যুরো বাংলাদেশের গ্রাহকদের ক্ষুদ্র-ঋনের টাকা বিতরণ ও কিস্তি সংগ্রহের লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত মঙ্গলবার ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন-এর উপস্থিতিতে ব্যাংকের হেড অব চ্যানেল ব্যাংকিং সরদার আকতার হামিদ এবং ব্যুরো বাংলাদেশের পরিচালক (অর্থ) মোশাররফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

ব্যুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্যুরো বাংলাদেশের বিশেষ প্রকল্পের পরিচালক সিরাজুল ইসলাম, উপরিচালক ফারমিনা হোসাইন এবং ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান আহসানুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি