ব্যাংক এশিয়ার এক্সিলেন্স ইন মাস্টারকার্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ
প্রকাশিত : ১৮:২৫, ২৮ নভেম্বর ২০২১ | আপডেট: ১৮:২৬, ২৮ নভেম্বর ২০২১
ব্যাংক এশিয়া ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড রেমিট্যান্স ইনোভেশন ইনোভেশন ২০২০-২০২১’ অ্যাওয়ার্ড লাভ করেছে। বাংলাদেশে ৩০ বছর ধরে কার্যক্রম পরিচালনা এবং স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে মাস্টারকার্ড কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়াকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এম,পি ব্যাংক এশিয়ার ইন্টারন্যাশনাল ডিভিশন প্রধান জিয়া আরফিন ও কার্ড ডিপার্টমেন্ট প্রধান এ. এম. সাইফুর রহমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, ইউ.এস অ্যাম্বেসীর চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লা’ফেভ এবং পার্টনার ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফিনটেক পার্টনার, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেআই//
আরও পড়ুন