ব্যাংক এশিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা সভা
প্রকাশিত : ১৯:০২, ৪ এপ্রিল ২০২২
ব্যাংক এশিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা সভা ২ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের বোর্ড ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. এ বাকী খলীলী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী সভায় সভাপতিত্ব করেন।
বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট, ডিওএস) জনাব মোঃ আমিনুর রহমান চৌধুরী, যুগ্ম পরিচালক (রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট, ডিওএস) লুৎফুল হায়দার পাশা, ন্যাশনাল ইন্সস্টিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, ইন্ডিয়া-এর সহযোগী অধ্যাপক ও ডিন (এডুকেশন) ড. অরিন্দম বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর অধ্যাপক মো. নেহাল আহমেদ ব্যাংক খাতের ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান ঝুঁকি কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও সারা দেশের শাখা প্রধানসহ প্রায় দুই হাজার কর্মকর্তাবৃন্দ অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা নীতি ও কার্যক্রমের পর্যালোচনা এবং অধিকতর উন্নত ব্যবস্থাপনার কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।
কেআই//
আরও পড়ুন