ব্যাংক এশিয়ার ১২.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রকাশিত : ০০:০১, ১৫ মে ২০১৮
ব্যাংক এশিয়ার ১৯তম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার (১৪ মে) রাজধানীর ঢাকা অফিসারর্স ক্লাব-এ অনুষ্ঠিত হয়। সভায় ২০১৭ সালের জন্য ১২.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর ফলে ব্যাংকের পরিশোধিত মূলধন ১,১১০.০৩ কোটি টাকায় উন্নীত হয়।
ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম. ইরফান সাঈদ, পরিচালক বৃন্দ সর্ব মোঃ নজরুল হুদা, এম. শাহজাহান ভূঁইয়া, দিলওয়ার এইচ চৌধুরী, মেজর জেনারেল মোহাম্মদ মতিউর রহমান (অব:) প্রেসিডেণ্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলী এবং কোম্পানী সেক্রেটারী মোঃ কামরুল হাসান ।
বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা প্রাণবন্ত হয়ে ওঠে। তারা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ২০১৭ সালের একাউন্টস অনুমোদন করেন।
এসি
আরও পড়ুন