ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ব্যাংক কর্মকর্তাকে হুমকি দেওয়ায় লিবরা’র এমডি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:৫৩, ৫ অক্টোবর ২০১৭

ঋণের টাকা পরিশোধ না করে উল্টো এক ব্যাংক কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে লিবরা ইনফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রওশন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রওশন আলম লিবরা ফার্মাসিউটিকেল লিমিটেডের চেয়ারম্যানও।

আদালতের পরোয়ানার ভিত্তিতে মিরপুরের শিয়ালবাড়িতে লিবরার কারখানা থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে রূপনগর থানার ওসি শহীদ আলম জানিয়েছেন।

রূপনগর থানা সূত্রে জানা যায়, আল আরাফা ইসলামী ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করে উল্টো ব্যাংকের এক কর্মকর্তাকে হুমকি দেন রওশন আলম। এ ঘটনায় মতিঝিল থানায় একটি জিডি হয়েছিল। সেই জিডি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি