ব্যাংককে টেনিস প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ
প্রকাশিত : ১৯:১৮, ৭ জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত ‘আইটিএফ এশিয়ান অনূর্ধ-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের ডিভিশন-২’ টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে ব্যাংককে যাচ্ছে বাংলাদেশের যুবারা।
আগামী ৮ থেকে ১৮ জানুয়ারি ১১দিন ব্যাপী থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এ যুব টেনিস প্রতিযোগিতা। টুর্নামেন্টে বাংলাদেশসহ ১৪টি দেশ অংশ নিচ্ছে। বাকীদেশগুলো হলো- ভুটান, কম্বোডিয়া, কিরগিজস্তান, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তান।
একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য দুইটি প্রতিযোগিতায় প্রতিটি দেশ থেকে ৩ জন বালক ও ৩ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করবে। প্রথম প্রতিযোগিতা ০৮-১২ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এবং দ্বিতীয় প্রতিযোগিতা ১৪-১৮ জানুয়ারী ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের চীফ কোচ মো: মোজাহিদুল হক এর নেতৃত্বে বাংলাদেশ দলের ৩ জন বালক ও ৩ জন বালিকা খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বালক : মোহাম্মদ রুমান হোসেন, মাহাদী হাসান আলভি, জুবায়েদ উৎস এবং বালিকা : মাসফিয়া আফরিন, সাদিয়া আফরিন ও মোছা: সুবর্না খাতুন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের দলগত সাফল্যের ভিত্তিতে দুইটি দেশ ডিভিশন-২ হতে ডিভিশন-১ এর উন্নীত হবে। এছাড়াও খেলোয়াড়রা ব্যক্তিগত ফলাফল অনুযায়ী এশিয়ান অনূর্ধ-১৪ বছরের র্যাঙ্কিং পয়েন্ট অর্জন করবে এবং ব্যাক্তিগত সাফল্যের ভিত্তিতে ডিভিশন-১ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দলভূক্ত হওয়ার সুযোগ পাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাংলাদেশ দল ১৯ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করবে।
আরকে//