ঢাকা, শনিবার   ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাংককে মোদি-ইউনূস বৈঠক বিষয়ে যা জানা গেলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

শুক্রবার (২১ মার্চ) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন মোদি ও ইউনূসসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের নেতারা। বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া মেলেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে এ ধরনের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঢাকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে, যা বৈঠকের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।

তবে, সম্মেলনের বিভিন্ন পর্বে দুই নেতা মুখোমুখি হতে পারেন এবং শুভেচ্ছা বিনিময় হতে পারে বলে সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সব নেতা বেশ কয়েকবার একে অপরের সাথে থাকবেন। তবে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।

দ্বিতীয় আরেকটি সূত্র জানায়, একটি আনুষ্ঠানিক বৈঠক করা কঠিন। বিশেষ করে যখন ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সদস্য প্রায় প্রতিদিনই ভারতের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তোলেন। এই পরিস্থিতি বৈঠকের জন্য উপযুক্ত নয়।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন এএনআইকে বলেন, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য আমরা ভারতের কাছে কূটনৈতিকভাবে চিঠি দিয়েছি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি