ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্যাংকে আবেদন করতে বিষয় কোনো বাধা নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৪৮, ৬ জানুয়ারি ২০১৮

কোনো সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয় কিংবা বিষয়ের শিক্ষার্থী নয়, এখন থেকে ব্যাংকের চাকরিতে আবেদন করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে পাস করা শিক্ষার্থীরা। আর এ আবেদনে কোনো ফি নেওয়া যাবে না। এর আগে সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্ত হয়।

২ জানুয়ারির এক চিঠির মাধ্যমে জানা যায়, এ পরিপত্র বেশ কয়েকটি ব্যাংক পালন করছে। ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সাউথইস্ট ব্যাংকের ট্রেনি অফিসার, দ্য সিটি ব্যাংকের অ্যাসিসটেন্ট ম্যানেজার পদে ইতোমধ্যে এ নির্দেশনা পালন করা হয়েছে।

ওই নির্দেশনায় ব্যাংকের চাকরির সার্কুলারে এমটিও (ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার) ও প্রবেশনারি অফিসার (পিও) পদের চাকরির সার্কুলারে কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় কিংবা নির্ধারিত বিষয়ের নাম উল্লেখ করা যাবে না। যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাংকের চাকরিতে আবেদন করতে পারবেন। সভায় এ প্রস্তাবটি দেয় বাংলাদেশ ব্যাংক। এ প্রস্তাবে একমত হয়েছে প্রাইভেট ব্যাংকগুলোও।

ওই সভায় প্রাইভেট ব্যাংকগুলোয় নিয়োগ পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা আদায় করার প্রস্তাব জানায়। তবে বাংলাদেশ ব্যাংক প্রস্তাব নাকচ করে দেয়। অর্থাৎ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় কোনো ফি আদায় করা যাবে না। মেধাবীদের চাকরিতে সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি