ব্যাংকে বেআইনি তারল্য সহায়তা আর নয়: গভর্নর
প্রকাশিত : ১৮:৪০, ২০ আগস্ট ২০২৪
দুর্বল ব্যাংকগুলোকে বেআইনিভাবে আর তারল্য সহায়তা দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এখন যদি আমানতকারীরা এস আলমের দখল করা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যায়, সেটি তাদের কর্মের ফল। আমাদের কিছু করার নেই। কারণ আমানতকারীরা কে কোথায় টাকা রাখবে, সেটি তাদের অধিকার।
মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন।
তিনি বলেছেন, আমরা অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবো, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নয়। দুর্বল ব্যাংকের পর্ষদ বিষয়ে বলেন, পর্ষদ ভেঙে দেওয়া প্রক্রিয়াধীন বিষয়।
মূল্যস্ফীতি নিয়ে গভর্নর বলেন, মূল্যস্ফীতি ৬-৭ মাসের মধ্যে কমে আসবে। মুদ্রানীতি খুব পরিবর্তন না হলেও একটু টাইট করা হবে। মুদ্রাবাজার একটু ভালো অবস্থানে আছে। ডলার ১২৫ টাকায় গেলেও এখন কমে এসেছে।
১০০০ টাকার নোট বাতিলের বিষয় গভর্নর জানান, ‘১০০০ টাকার নোট বাতিলের কোনো সিদ্ধন্ত বাংলাদেশ ব্যাংকের নেই।’
বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা নোট শিগগিরই আসবে কি না? এ প্রশ্নের জবাবে এইচ মনসুর বলেন, যখন টাঁকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপানো হবে, সই যাবে।
এসবি/
আরও পড়ুন