ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ব্যাটারি বদলে দেবে এইচপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৩৩, ৭ জানুয়ারি ২০১৮

৫২ হাজার ল্যাপটপের ব্যাটারি বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে এইচপি। গ্রাহকদের অভিযোগের কারণে এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই ল্যাপটপগুলোর মধ্যে প্রো বুক, এনভি ও জে বুক সিরিজের কিছু মডেল রয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া, গলে যাওয়া ও পুড়ে কালো হয়ে যাওয়ার অভিযোগকে আমলে নিয়ে ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানটি রিকল নামে এক কর্মসূচির ঘোষণা দিয়েছে।

এই কর্মসূচির আওতায় কোন কোন ল্যাপটপ রয়েছে তার একটি তালিকা দেওয়া হয়েছে এইচপির ব্যাটারি প্রোগ্রাম ওয়েব পেইজে।

ব্যাটারিতে কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্যও ওয়েব পেইজটিতে নির্দেশনা দেওয়া হয়েছে।এইচপির ভ্যালিডেশন ইউটিলিটি ডাউনলোড করে ব্যবহারকারীরা সহজেই পরীক্ষা করতে পারবেন তাদের ব্যাটারি বদল করার প্রয়োজন আছে কিনা।

এইচপি জানিয়েছে, পুরো পৃথিবীজুড়ে গত দুই বছরে বিক্রি হওয়া ০.১ শতাংশ ল্যাপটপে এ ধরণের সমস্যা দেখা দিয়েছে।এইচপির বেশিরভাগ ব্যাটারি অভ্যন্তরীণ সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকায় গ্রাহকরা এই ব্যাটারিগুলো নিজেরা বদলাতে পারেন না। এইচপি তাই অনুমোদন প্রাপ্ত টেকনিশিয়ানদের দ্বারাই বিনামূল্যে ব্যাটারি বদলানোর সেবা দেবে।

সূত্র: টেক শহর

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি