ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫

ব্যাটিং বিপর্যয়ে টাইগার শিবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ব্যাটিং বিপর্যয় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ মিশনে শুরুতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগার শিবির। দলীয় ২ রানেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ২৬রানে মিরাজের উইকেটও হারায় বাংলাদেশ। এরপর দলেও আরেক ওপেনার তানজিদও ফিরেছেন, ছয়ে নেমে ফিরেছেন দলের ভরসাখ্যাত ব্যাটার মুশফিকুর রহিম। 

তৃতীয় বলেও উইকেট পেয়েছেন অক্ষর!  অক্ষরকে সামনের পায়ে খেলতে গিয়ে উইকেটকিপার রাহুলকে ক্যাচ দেন মুশফিক। ০ রানে ফিরেন তিনি।

৯ম ওভারে স্পিনার আক্রমণে নিয়ে আসেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।  অক্ষর পাটিলের দ্বিতীয় বলেই রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন ২৫ রান করা তানজিদ। ভালো ব্যাট করতে করতে আউট হলেন এই ওপেনার।

এর আগে শুরুতেই মোহাম্মদ শামির করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রাহুলের ক্যাচে পরিণত হয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।

সৌম্যের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে ব্যর্থ তার ব্যাটও। সৌম্যের মতোই ডাক মেরে সাজঘরে ফিরেছেন তিনি। হার্ষিত রানার বলে ভিরাটের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।

শামির করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে কাট করতে গিয়ে স্লিপে শুভমান গিলকে ক্যাচ দেন মিরাজ। ১০ বলে ৫ রানে ফিরলেন তিনি।

তাওহিদ হৃদয়ের সঙ্গ দিতে ক্রিজে এসেছেন জাকের আলী অনিক। প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান।  

এর আগ, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার,  অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি