ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের সংগ্রহ- ২৬৯/৮

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০২, ২২ নভেম্বর ২০১৮

টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পাশাপাশি মুমিনুল হকের নামের পাশে যোগ হয়েছে একাধিক রেকর্ড। তবে ১২০ রান করে মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার ঠিক তিন বল পর ফেরেন মুশফিকুর রহিম। একই পথে হাঁটলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।
১৫৩ রানে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। মুমিনুল হক পূরণ করেন তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। আর এক্ষেত্রে একই ভেন্যুতে পূর্ণ হলো তার ৬টি সেঞ্চুরি।
খেলা শুরুর মাত্র তৃতীয় বলেই সৌম্য সরকার ফেরেন। রানের খাতা খোলার আগেই ক্রেমার রোচের বলে ডোরিচের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে এরপর ইমরুল কায়েস ও মুমিনুল হকের ব্যাটে রানের চাকা সচল রাখে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে দলীয় ৪৩ ওভারে ফেরেন মোহাম্মদ মিঠুন। ৫০ বলে ২০ রান করে শেন ডওরিচের বলে সুনীল আম্ব্রিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
কায়েস ফিরে যাওয়ার পরই আম্পায়ার লাঞ্চের ঘোষণা দেন। এর আগেও দুইবার জীবন পান কায়েস। তবু নিজের স্কোর খুব একটা বড় করতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। ৮৭ বলে হাফসেঞ্চুরি থেকে ৬ রান পিছিয়ে থেকে জোমেল ওয়ারিকেনের বলে সুনীল আম্ব্রিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ২৬৯/৮
বাংলাদেশ একাদশ :
সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট উইন্ডিজ একাদশ :
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হিটমেয়ার, রোস্টন চেজ, সুনীল আম্ব্রিস, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ ও দেবেন্দ্র বিশু।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি