ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ১৫ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপ থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন একাদশে সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিম। তবে ভারতীয় পেসারদের সামনে ধুঁকতে থাকেন টাইগার ব্যাটাররা।

দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস। দলীয় ১৫ রানে ১২ বলে ১৩ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন তামিম।

এরপর ক্রিজে আসা অধিনায়ক সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন একাদশে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই ব্যাটার।

দলীয় ২৮ রানে ১১ বলে মাত্র ৪ রান করে ফিরে যান বিজয়। ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।    

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি