ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্যাটিং ব্যর্থতা, ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১২:১৯, ২২ ডিসেম্বর ২০২৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে এবার শিরোপা উৎসব করা হলো না। বোলিং দিয়ে ভারতকে অল্প রানে বেঁধে ফেললেও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ হারল ৪১ রানে। বাংলাদেশকে কাঁদিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতল ভারত।

রোববার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার বায়েওমাস স্টেডিয়ামে শুরু হয় শিরোপানির্ধারণী ম্যাচ। টস জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিনের তাণ্ডবে আগে ব্যাট করা ভারত করতে পারে ১১৭ রান। সর্বোচ্চ ৪ উইকেট নেন এই পেসার।

টি-টোয়েন্টিতে ১১৮ রানের লক্ষ্য খুব একটা বড় নয়। রান তাড়া করতে নেমে ২ উইকেটে ৪৪ করে জয়ের আশাও জাগিয়েছিল সুমাইয়া আক্তারের দল। এরপর নামা ধসে মিলিয়ে যায় শিরোপা জয়ের স্বপ্নটা। বাংলাদেশ অলআউট হয় ৭৬ রানে। ১৮.৩ ওভারই ব্যাট করতে পারেন বাংলাদেশের মেয়েরা।

উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরেদৌস জয়িতা খেলেন ৩০ বলে ৩ বাউন্ডারিতে সবচেয়ে বেশি ২২ রানের ইনিংস। ওপেনার ফাহমিদা চয়া আউট হন ২৪ বলে ১৮ করে। 

ভারতের হয়ে সোনম যাদব ৪ ওভারে কেবল ১৩ রানে নেন ২ উইকেট। এছাড়া আইয়ুশি শুক্লা নেন ১৭ রানে ৩ উইকেট।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। 

ভারতীয় ইনিংসে প্রথম ধাক্কাটি আসে দলীয় ২৩ রানে। ওপেনার কমলীনিকে ব্যক্তিগত ৫ রানে ফিরিয়েছেন ফারজানা। ২ রানের ব্যবধানেই আবারও এই পেসারের আঘাত, রানের খাতা খোলার আগেই আউট সানিকা চালকে।

এরপর ৪১ রানের জুটি গড়ে বিপদ থেকে দলকে টেনে তোলেন তৃষা ও নিকি প্রসাদ। অধিনায়ক নিকির (১২) বিদায়ের পর ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। আরেকপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তৃষা। ফারজানার বলে আউট হওয়ার আগে তিনি ৪৭ বলে ৫২ রান করেন। 

এ ছাড়া শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ ও আয়ুশি শুক্লা ১০ রান করলে চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি