ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বিপিএল-২০২৩

ব্যাটে-বলে দেশিদের জয়জয়কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২৩, ১২ জানুয়ারি ২০২৩ | আপডেট: ০০:২৪, ১২ জানুয়ারি ২০২৩

আল আমিন হোসাইন ও তৌহিদ হৃদয়

আল আমিন হোসাইন ও তৌহিদ হৃদয়

নতুন বছরের ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (১০ জানুয়ারি) শেষ হয়েছে চলতি আসরের প্রথম পর্ব। আপাতত দুই দিনের বিরতি। ১৩ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় পর্ব। 

চলুন, তার আগে দেখে নেওয়া যাক ঢাকা পর্বে ব্যাটে-বলে কারা আছেন এগিয়ে, দেশি নাকি বিদেশিরা!

বিপিএলের প্রায় মৌসুমেই একটা কথা ঘুরে ফিরে সামনে আসে; তা হলো- ‘বিপিএল বিদেশিদের লিগ’। পারফরম্যান্সে স্থানীয়দের থেকে এগিয়ে থাকে বিদেশিরাই। তবে এখন পর্যন্ত চলতি বিপিএলে এগিয়ে কিন্তু দেশিরাই। ব্যাটে-বলে উভয় ক্ষেত্রেই। দুই বিভাগেই স্থানীয় ক্রিকেটারদের জয়জয়কার।

সেরা পাঁচ ব্যাটারের তালিকায় তিনজনই বাংলাদেশি। টুর্নামেন্টে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার তৌহিদ হৃদয়। চার ম্যাচে বগুড়ার এই তরুণ রানের ফোয়ারা ছুটিয়েছেন। তিন ইনিংসের তিনটিতেই ফিফটি হাঁকিয়ে করেছেন ১৯৫ রান।

দ্বিতীয় স্থানে আছেন আরেক দেশি ব্যাটার নাজমুল হোসাইন শান্ত, তার রান ১৬৭। তবে তিনি ব্যাট করেছেন চার ইনিংসে। এরপরই আছেন পাকিস্তানি ব্যাটার আজম খান। তিনে থাকা এই উইকেটকিপার ব্যাটার করেছেন ১২৭ রান। চার ও পাঁচে আছেন যথাক্রমে রংপুর রাইরার্সের অভিজ্ঞ ব্যাটার রনি তালুকদার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান খান। রনি ১০৭ রান করেছেন দুই ইনিংসে ব্যাট করে। উসমানও ব্যাট করেছেন দুই ইনিংস, তার রান ১০৫।

এবার দেখা যাক, বোলিংয়ে কারা আছেন তালিকার সেরা পাঁচে। এখানেও সাফল্যের পাল্লা ভারী দেশি বোলারদের। পাঁচজনের সেরা তালিকায় তিনজনই স্থানীয়। দুই ইনিংসে হাত ঘুরিয়ে সর্বোচ্চ সাত উইকেট নিয়ে সবার ওপরে ঢাকা ডমিনেটর্সের আল আমিন হোসাইন। সমান ৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে তিনি বল করেছেন চার ইনিংসে।

তিনে ও চারে আছেন যথাক্রমে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও দেশি বোলার রেজাউর রহমান রাজা। তাদের উইকেট সংখ্যা সমান ৬টি করে। স্ট্রাইকার্সের এই দুই পেসারও বল করেছেন চার ইনিংসে। পাঁচে থাকা জিম্বাবুইয়ান সিকান্দার রাজার উইকেট সংখ্যা ৪টি। যদিও তিনি বল করতে পেরেছেন মাত্র দুই ইনিংসে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি