ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

প্রাইম ব্যাংক-ডিআরইউ বার্ষিক ক্রীড়া

ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন মাকসুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২৪ নভেম্বর ২০১৭

‘প্রাইম ব্যাংক-ডিআরইউ বার্ষিক ক্রীড়া উৎসব ২০১৭’-এর ব্যাডমিন্টন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছেন মাকসুদ উন নবী (চ্যানেল ২৪)। শুক্রবার পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও ডিআরইউ’র আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রানারআপ হয়েছেন জসিম উদ্দিন রানা (নয়া দিগন্ত)।

শুক্রবার দুপুরে ফাইনালে মাকসুদ উন নবী তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর ২-০ সেটে হারিয়েছেন জসিম উদ্দিন রানাকে।

সেমি-ফাইনালে মাকসুদ উন নবী হারান শামীম হাসানকে (কালের কন্ঠ) এবং জসিম উদ্দিন রানা একই ব্যবধানে তানভীর আহমেদকে (ভোরের কাগজ)। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় তানভীর আহমেদকে হারিয়েছেন শামীম হাসান।  
২৭ নভেম্বর বেলা ১২টায় ইনডোর গেমসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি