ব্যানার-পোস্টারের ব্যাপারে জরুরি নির্দেশনা বিএনপির
প্রকাশিত : ০৮:৪২, ১০ নভেম্বর ২০২৪ | আপডেট: ০৮:৪৭, ১০ নভেম্বর ২০২৪
রাজধানী থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে দলটি।
শনিবার (৯ নভেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম ও সদস্যসচিব তানভীর আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্যসচিব মো. মোস্তফা জামান।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে (সোমবার সন্ধ্যার মধ্যে) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর থেকে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থেকে ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এএইচ
আরও পড়ুন