ঢাকা, বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তারের খবর সঠিক নয়: এবি পার্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ১১:০২, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ক্ষুদে বার্তায় মঞ্জু নিজেই এ কথা জানান।  

এ তথ্য নিশ্চিত করেছেন দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

মজিবুর রহমান বলেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া। এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।

তিনি আরও জানান, ফুয়াদের সঙ্গে কথা হয়েছে, সে ভালো আছে।

এর আগে রোববার দিবাগত রাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তার করার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু এ তথ্য জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি