ব্যারিস্টার মইনুল রাজনৈতিকভাবে চরিত্রহীন: বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত : ১৯:৪৪, ২১ অক্টোবর ২০১৮
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মাসুদা ভাট্টি একজন সৎ ও প্রখ্যাত সাংবাদিক। তাকে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেন যে উক্তি করেছেন তা দুঃখজনক। ব্যারিস্টার মইনুল হোসেন রাজনৈতিকভাবে ‘চরিত্রহীন।’ কারণ, তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দাকর মোশতাকের দলের একজন নেতা হয়েছিলেন। আজ রোববার তিনি এ সব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ২০০৫ সালের ৩০ ডিসেম্বর জামায়েত ইসলামের অঙ্গসংগঠন ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে গিয়ে তাদের গুণকীর্তন করেছেন মইনুল হোসেন। এখন আবার ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন। আজ তার বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের নারী সমাজ ঘৃণা পোষণ করেছে। দেশের ৫৫ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আনোয়ারা তোফায়েল, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব প্রমুখ।
এসএইচ/
আরও পড়ুন