ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ব্যালন ডি’অর জয়ী উইয়াহ এখন লাইবেরিয়ার প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ২৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৪২, ৩১ ডিসেম্বর ২০১৭

জর্জ উইয়াহ, এককালের খ্যাতিমান স্ট্রাইকার। ফুটবল জাদুতে মাতিয়েছেন বিশ্ব, জিতেছেন ব্যালন ডি’অর পুরষ্কার। ব্যালন ডি’অরজয়ী একমাত্র আফ্রিকান ফুটবলারও তিনি। কিন্তু জর্জ উইয়াহ’র এখন সবচেয়ে বড় পরিচয় হলো তিনি লাইবেরিয়ার প্রেসিডেন্ট।

গতকাল বৃহস্পতিবার লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন উইয়াহকে জয়ী ঘোষণা করে। ৯৮.১ শতাংশ ভোট গণনায় ৫১ বছর বয়সী উইয়াহ পেয়েছেন ভোটের ৬১.৫ শতাংশ।

৯০ দশকে তিনি ছিলেন অন্যতম সেরা স্ট্রাইকার। ১৯৯৫ সালে ইউরোপের বাইরের প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন পিএসজি ও এসি মিলানের সাবেক তারকা স্ট্রাইকার উইয়াহ। ১৮ বছরের পেশাদার ক্যারিয়ার শেষ হয় ২০০৩ সালে। এরপর যোগ দেন রাজনীতিতে। পরে সিনেটর নির্বাচিত হন লাইবেরিয়ার পার্লামেন্টে।

 

সূত্র : বিবিসি

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি