ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রণমুক্ত ত্বকের জন্য হলুদ ফেসপ্যাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১১:৫২, ১৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ব্রণসহ ত্বকের কালচে দাগ কিংবা রোদে পোড়া দাগ দূর করতে হলুদ একটি অন্যতম উপকরণ। হলুদ, মধু, চালের আটা ও দই দিয়ে তৈরি এই ফেসপ্যাক দূর করতে পারে ব্রণ ও ত্বকের এ জাতীয় সমস্যা। নিয়মিত ব্যবহারে এটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতাও নিয়ে আসে।

যেভাবে তৈরি ব্যবহার করবেন হলুদের ফেসপ্যাক

একটি পাত্রে ২ চা চামচ চালের আটা নিন। আধা চা চামচ হলুদ গুঁড়া মেশান। ১ টেবিল চামচ দই মিশিয়ে নিন। ১চা চামচ মধু মিশিয়ে ভালো করে নেড়ে নিন। মিশ্রণ অতিরিক্ত ঘন হলে আরও খানিকটা দই মেশান। ত্বক তৈলাক্ত হলে ঠাণ্ডা গোলাপজল মেশাতে পারেন। ত্বক পরিষ্কার করে ফেসপ্যাক পুরু করে লাগান ত্বকে। আধা ঘণ্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে গোলাপজল স্প্রে করে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। মাইল্ড ক্লিনজার দিয়ে ত্বক ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

যে কারণে হলুদের ফেসপ্যাক ব্যবহার করবেন

ব্রণের লালচে ভাব কমায় হলুদ। ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে হলুদ। ত্বকের রোদে পোড়া দাগ দূর করে এই ফেসপ্যাক। চালের আটা ত্বকের মরা চামড়া দূর করে। মধু প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বক। দই ত্বকের তেলতেলে ভাব দূর করে। ত্বকে সতেজ ভাব নিয়ে আসে হলুদের এই ফেসপ্যাক। প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে এটি। 

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি