ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলকে হারানোর কৌশল জানালেন ক্রোয়েশিয়া কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ২০০২ সালে শেষ বিশ্বকাপ জেতার পর থেকে এই নিয়ে মোট চারবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নিল ব্রাজিল। প্রতিবারই ইউরোপের কোনও দলের কাছে হেরেছে তারা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের গতকালের ম্যাচটি ছিল খানিকটা ছন্দহীন। এজন্য অবশ্য ক্রোয়েশিয়া কোচ জ্লাটকো ডালিচ তার রক্ষণভাগকেই বেশি কৃতিত্ব দিয়েছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার কোচ তার মিডফিল্ডকে বিশ্বসেরা আখ্যায়িত করে বলেন, ‘আমার দল মিডফিল্ডে সেরা। শুধু সেরা নয়, বিশ্বসেরাই বলব।’ 

বিশ্বসেরা মিডফিল্ডের কারণ ব্যাখাও করেছেন তিনি, ‘আমার মিডফিল্ডারদের যেমন গতি রয়েছে তেমনি আবার প্রতিপক্ষের গতিও রোধ করতে পারে। ব্রাজিলকে মিডফিল্ডে দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে আমার ফুটবলাররা।’ 

ক্রোয়েশিয়ার দলের মধ্যমাঠের প্রাণ লুকা মদ্রিচ। ৩৭ বছর বয়সে এখনো দুর্বার রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী। দলকে যেভাবে নেতৃত্বে দেন তেমনি নিজেও দারুন খেলেন। 

তাই তো সেমিফাইনালে উঠার পর লুকার প্রশংসায় পঞ্চমুখ ডালিচ, ‘এক কথায় সে অসাধারণ। তার নিবেদন অত্যন্ত উঁচু মানের। পুরো সময় তিনি অত্যন্ত পরিশ্রম করে। নিজেকে ফিট রাখার চেষ্টা সর্বাত্মক। তিনি যতদিন ফিট আছেন ক্রোয়েশিয়া দলে খেলে যাবেন।’

মিডফিল্ডকে সেরা বললেও আজকের ম্যাচের নায়ক মূলত ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচ। গোলরক্ষকই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন বলে স্বীকার করলেন কোচ, ‘নিঃসন্দেহে সে ম্যাচের মূল চরিত্র। ব্রাজিলের ফুটবলাররা তার সামনে এসে আত্মবিশ্বাস হারিয়েছে। দারুণ সেভ করেছে সে। ফলে পরবর্তীতে ব্রাজিলের ফুটবলাররা আত্মবিশ্বাস নিয়ে শট সেভাবে করতে পারেনি।’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি