ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ব্রাজিলে করোনা সংক্রমণ ৪০ লাখ ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৪ সেপ্টেম্বর ২০২০

ব্রাজিলে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বিশ্বে সর্বোচ্চ দ্বিতীয় ক্ষতিগ্রস্থ এই দেশটিতে সংক্রমন কমতে শুরু করেছে।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ব্রাজিলে এ পর্যন্ত মোট ৪০ লাখ ৪০ হাজার লোক আক্রান্ত হযেছে এবং ১ লাখ ২৪ হাজার ৬০০ লোকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পরে এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ হাজার আক্রান্ত এবং ৮৩৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি সংক্রমণ কমতে শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে প্রতিদিন গড়ে ১ হাজারের বেশী লোকের মৃত্যুর সময় মহামারি সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে।

আগস্টের শেষ নাগাদ থেকে ব্রাজিলে দৈনিক গড়ে প্রায় ৮৭০ জনের মৃত্যু এবং প্রতিদিন গড়ে ৪০ হাজার লোক নতুন আক্রান্ত হচ্ছে।

ব্রাসিলিয়া ইউনিভার্সিটির মহামারি বিশেষজ্ঞ মাউরিসিও সানচেজ বলেছেন, এই শুরু থেকে আশা করা যায় পরিস্থিতি উন্নয়নের দিকে যাচ্ছে।

এমবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি