ব্রাজিলে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি
প্রকাশিত : ১২:০৩, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৯:১২, ২৫ মে ২০১৭
সংস্কার নীতির প্রতিবাদ ও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় কৃষিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
স্থানীয় সময় বুধবার ব্রাসিলিয়ার রাজপথে বিক্ষোভ করে ৩৫ হাজারেরও বেশি মানুষ। এক পর্যায়ে পুলিশী বাধা উপেক্ষা করে কয়েকটি মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করে ভাংচুর চালায় । আগুন ধরিয়ে বিভিন্ন কক্ষে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভ শুরুর আগেই ওইসব মন্ত্রণালয় থেকে কর্মকর্তা ও কর্মিদের সরিয়ে নেয়া হয়। প্রেসিডেন্ট মিশেল তেমারের পদত্যাগ ও অর্থনৈতিক সংস্কার বাতিলের দাবিতে গেল দু’মাস ধরে ব্রাজিলের বিভিন্ন শহরে বিক্ষোভ-ধর্মঘট চলছে।
আরও পড়ুন