ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলের অধিনায়কত্বে পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে এবারের আসরের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ কোস্টারিকার বিপক্ষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সেইন্ট পিতার্সবুর্গে নামবে নেইমারের দল।
গ্রুপ ‘ই’ থেকে এক ম্যাচে এক ড্র নিয়ে ব্রাজিল তালিকার দ্বিতীয় স্থানে আছে। তাদের প্রতিপক্ষ কোস্টারিকা এক ম্যাচে এক হার নিয়ে আছে গ্রুপের তলানিতে।
এদিকে, এরইমধ্যে বদলে গেছে ব্রাজিলের অধিনায়ক। কোস্টারিকা বিরুদ্ধে নেতৃত্বের আর্মব্যান্ড পরবেন থিয়াগো সিলভা। সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্রাজিলের অধিনায়ক ছিলেন মার্সেলো। শুক্রবার থিয়াগো সিলভা নতুন অধিনায়ক। গত বছরের জুন মাসে শেষ বারের মতো ব্রাজিল দলকে নেতৃত্ব দিয়েছিলেন সিলভা। সেই ম্যাচে অবশ্য আর্জেন্টিনার কাছে হার মেনেছিল ব্রাজিল।
অন্য কোনো কারণে অবশ্য মার্সেলোর হাত থেকে নেতৃত্বের আর্মব্যান্ড নিয়ে নেওয়া হয়নি। ব্রাজিল আগেই স্থির করে রেখেছিল, নেতৃত্বে রোটেশন পদ্ধতি চালু করবে তারা। সেই কারণেই কোস্টারিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সিলভার হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রথম ম্যাচে ব্রাজিল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। প্রথমার্ধে কুতিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। পরে অবশ্য সেই গোল শোধ করেে দেয় কোস্টারিকা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি