ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে সেই জেসুসই
প্রকাশিত : ১৫:২৪, ৩১ মার্চ ২০২৫

ব্রাজিল জাতীয় দলের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কার্লো আনচেলত্তির নাম শোনা গেলেও, রিয়াল মাদ্রিদের এই কোচ আপাতত ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করার পরিকল্পনায় রয়েছেন। তাই বিকল্প হিসেবে সামনে চলে এসেছে পর্তুগিজ কোচ জর্জ জেসুসের নাম।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, আল হিলালের বর্তমান কোচ জর্জ জেসুস ইতোমধ্যে ব্রাজিল দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে কোনো আলোচনা করেনি।
জেসুস ও নেইমারের সম্পর্ক নিয়ে রয়েছে বিতর্ক। নেইমার চোটে পড়ার পর জেসুস বলেছিলেন, সৌদি লিগের মান অনুযায়ী নেইমার আর আগের অবস্থানে নেই। এই মন্তব্য নেইমারের অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তবে জেসুস নিজেই জানিয়েছেন, নেইমারের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত সমস্যা নেই।
সিবিএফের প্রধান এদনালদো রদ্রিগেজ আনচেলত্তির পিছু ছুটছেন বহুদিন ধরে। তবে আনচেলত্তি যদি ফিফা ক্লাব বিশ্বকাপের পর দায়িত্ব নিতেও রাজি হন, সিবিএফ ততদিন অপেক্ষা করতে চায় না। তাই জেসুসের সঙ্গে আলোচনা শিগগিরই শুরু হতে পারে।
ব্রাজিল যখনই টালমাটাল অবস্থায় পড়েছে, তখনই নতুন কোচ এসে সফলতা এনেছেন। ১৯৭০ সালে মারিও জাগালো, ১৯৯৪ সালে কার্লোস আলবার্তো পাহেইরা, ২০০২ সালে লুইস ফেলিপে স্কলারি—তাঁরা প্রত্যেকেই বিতর্কিত পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন। জেসুসও কি সেই ধারা বজায় রাখতে পারবেন?
আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে সিবিএফ। আলোচনায় জেসুসই এগিয়ে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ব্রাজিল জাতীয় দলের সামনে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, তাই দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা হতে পারে।
এমবি//