ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলের ফুটবলার এমারসনের জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:১৬, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:১৬, ৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

এমারসন ফেরেইরা রোসা ব্রাজিলের সাবেক ফুটবলার। খুব লল্প সময়ে ফুটবলে ধারুণ নৈপূর্ণ দেখিয়ে জয় করেছেন লাক্ষো দর্শকের মন। ১৯৭৬ সালে আজকের এই দিনে ব্রাজিলের পেলোটাস শহরে জন্মগ্রহন করেন তিনি। এমারসন ফেরেইরা রোসার জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম এমারসন ফেরেইরা রোসা। সবার কাছে এমারসন নামেই বেশি পরিচিত এই ব্রাজিলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ছোট থেকেই ফুটবল খেলতে পছন্দ করতেন তিনি। আর যুব প্রথম ক্লাব হিসেবে খেলেছেন গ্রেমিও ও সান্তোস ক্লাবে। ১৯৯২ থেকে সাল ১৯৯৩ সাল পর্যন্ত খেলেন  গ্রেমিও ক্লাবে। এই ক্লাবে এক মৌসুম খেলে চলে যান বোটাফোগো ক্লাবে। ১৯৯৪ সালে বয়সভিত্তিক ক্যারিয়ারে মাঠে নামেন পুরনো ক্লাব গ্রেমিও ক্লাবের জার্সিতে। এই ক্লাবে খেলেন ১৯৯৭ সালে পর্যন্ত। তিন মৌসুমে ৫৪টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৮টি। ১৯৯৭ সালে নতুন করে যোগ দেন লেভারকুসেন ক্লাবে। এই ক্লাবের হয়ে খেলেছেন তিন মৌসুম। ভালো খেলায় ক্যারিয়ারের ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে। ২০০০ সালে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হন ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে। আর এই ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ১০৫ টি ম্যাচ খেলে গোলও পেয়েছেন ১৩টি। ২০০৪ সালে বেশি পারিশ্রমিকে যোগ দেন জুভেন্টাস ক্লাবে। এই ক্লাবে ২০০৬ সাল পর্যন্ত খেলে চলে যান রিয়াল মাদ্রিদে। এরপর খেলেছেন এসি মিলান ও সান্তোস ক্লাবে। ২০০৯ সালে সান্তোস ক্লাবের হয়েই খেলা থেকে অবসর নেন এমারসন। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও খেলেছেন এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা। ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেন ব্রাজিলের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেন ৭৩টি। খেলা থেকে অবসর নিলেও ফুটবলের সঙ্গে নিজেকে আরো জড়িত রাখতে চায় এই কুশলী ফুটবল তারকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি