ব্রাজিলের ফুটবলার ফ্যাবিও অরেলিও রদ্রিগেজের জন্মদিন আজ
প্রকাশিত : ১৬:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ২৮ মার্চ ২০১৭
ফ্যাবিও অরেলিও রদ্রিগেজ। ব্রাজিলের সাবেক ফুটবলার। খেলতেন লেফ্ধসঢ়;ট উইঙ্গার হিসেবে। ১৯৭৯ সালে আজকের এই দিনে ব্রাজিলের সাও কার্লোস শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম ফ্যাবিও অলেরিও রদ্রিগেজ। তবে, সবার কাছে ফ্যাবিও নামেই বেশি পরিচিত। ফুটবল ক্যারিয়ারে খুব কম সময়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। ১৯৯৭ সালে প্রথম ফুটবল খেলা শুরু করেন সাও পাওলো ক্লাবে। সাও পাওলো ক্লাবের হয়ে খেলেন ২০০০ সাল পর্যন্ত। এই ক্লাবে তিন মৌসুমে খেলেন ৫৪টি ম্যাচ। এরপর যোগদেন ভ্যালেন্সিয়া ক্লাবে।আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সব চেয়ে বেশি ম্যাচ। ছয় মৌসুমে ম্যাচ খেলেন ৯৬টি। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৬ সালে খেলেন লিভারপুলের জার্সিতে। ২০১২ সাল পর্যন্ত লিভারপুলে খেলে চলে যান গ্রামিও ক্লাবে। আর এই ক্লাবে এক মৌসুম খেলে অবসরে যান তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিও আলো ছড়ান তিনি। খেলেন ব্রাজিল অনুর্ধ্ব-২৩ দলে। তবে, ব্রাজিলের মূল দলের হয়ে খেলা হয় নি তার।