ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ব্রাজিলের বিদায়, তিতের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫২, ১০ ডিসেম্বর ২০২২

হেক্সা জয়ের স্বপ্ন পূরণে আরও একবার ধাক্কা খেল ব্রাজিল। কাতারেও সেটা পূরণ হলো না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জয় দেখা হলো অসুস্থ পেলের।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ১(৪)- ১(২) ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সেলেকাওরা। এই হারের পরপরই পদত্যাগের ঘোষণা দেন কোচ তিতে।

কথার বরখেলাপ করার অভ্যাস নেই ব্রাজিল কোচের। তাই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যন্ত্রণাদায়ক হার, তবে নিজেকে নিয়ে শান্তিতে আছি। চক্রের শেষ হলো দেড় বছর আগেই তা আমি জানিয়ে রেখেছিলাম। যারা আমাকে চেনে তারা জানে, আমি দুই কথার মানুষ নই। যদি জিততাম, তাহলেও থাকার জন্য কোনো নাটক করার ইচ্ছাই আমার ছিলো না।’

২০১৮ বিশ্বকাপেও ব্রাজিলের ডাগআউটে ছিলেন তিতে। কিন্তু সেবারও কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হয়। ২০১৬ সালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছিলেন এই ৬১ বছর বয়সি কোচ। 

ছয় বছরে ৮১ ম্যাচে ৬০ জয়, ১৫ ড্র ও ৬টি হার দেখেছেন তিনি। বিশ্বকাপ না জিতলেও কোচ হিসেবে কোপা আমেরিকা জয়ের স্বাদ পান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি