ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এখনই সময়: রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাজিলের এখনই বিশ্বকাপ জয়ের সময় বলে মনে করেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো ডি লিমা। গতকাল মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এখনই মোক্ষম সময়।
তিনি মনে করেন, এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিও অন্যতম ফেভারিট। যারা যেকোনো সময় যেকোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ। তাদের সঙ্গে স্পেন, আর্জেন্টিনা ও ফ্রান্স এবারের বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ে বড় বাধা হতে পারে। আমি জানি না আসলে এবার কি হবে।
কিন্তু আমি আশা করছি নেইমাররা তাদের সেরাটা উজাড় করে দেবে এবার। তার পরেই আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো।
মানুষ অনেক সময় অনেক ধরনের কথা বলে। তবে কে কি বললো তা আমি ভাবকে চাই না। এ আসরে আমাদের খেলোয়াড়দের একমাত্র লক্ষ্য শিরোপা জয় বলে আমি মনে করি। আর তাদের সম্পূর্ণ দৃষ্টি এদিকেই রাখা উচিত।
১৬ বছর আগে বিশ্বকাপের শিরোপা জেতে ব্রাজিল। ২০০২-এ কোরিয়া-জাপান বিশ্বকাপে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে সেলেকওরা। ওই আসরে রোনালদোর নৈপূণ্য সবাইকে মাত করেছিল। ফাইনালে গোলও করেছিলেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে সব আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। আসরে এ পর্যন্ত সর্বাধিক ৫ বারের শিরোপা জয়ের রেকর্ডও রয়েছে তাদের। সর্বশেষ নিজ দেশে আয়োজিত আসরের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় ব্রাজিল।
পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হার দেখে তারা। গত বছর বিশ্বকাপের বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে মূল পর্বের টিকিট কাটে ব্রাজিল। এবারের আসরে ‘ই’-গ্রুপে সেলেওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। আগামী ১৭ই জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।
সূত্র : আনন্দবাজার।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি