ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা
প্রকাশিত : ১৪:১০, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৪:১১, ৯ জুন ২০১৭
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্ধি আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫ মিনিটে।
মেলবর্নে শ্রেষ্ঠেত্বের লড়াইয়ে নামবে ফিফা র্যাঙ্কিয়ের শীর্ষে ধাকা ব্রাজিল আর দ্বিতীয় স্থান অধিকারি প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টনার জন্য এটি বেশ গুরুত্বপূর্ন। কারণ এরমধ্য দিয়েই শুরু হচ্ছে নতুন কোচ সাম্পাওলি যুগ। আর্জেন্টিনা দলে মেসি মাঠে নামলেও ব্রাজিলে থাকছেন না নেইমার। দু’দল এরআগে মুখোমুখি হয়েছে ১০৩ বার। এর মধ্যে ব্রাজিলের জয় ৪০টি। আর আর্জেন্টিনা জিতেছে ৩৭বার। ড্র হয় ২৬টি ম্যাচ।