ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলের সাফল্যের মূলমন্ত্র জানালেন সিলভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ২৮ জুন ২০১৮ | আপডেট: ১৬:৪১, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

হেরে গেলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতো ব্রাজিলকে। এমন সমীকরণে মাঠে নামে থিয়াগো সিলভারা। সার্বিয়াও কাঁদাতে পারে, এমন শঙ্কা নিয়ে তাদের মুখোমুখি হয় সেলেসাওরা। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নেইমার-কোতিনহোরা। জয় সহজে আসেনি, সার্বিয়া বারবার ব্রাজিল দুর্গে হানা দিয়েছে। তবে শেষ পর্যন্ত দুর্গ ভাঙ্গতে পারেনি। কারণ একটাই ব্রাজিলের মূলমন্ত্র।

সার্বিয়ার বিপক্ষে করেছেন অসাধারণ এক গোল করেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। এবার সেই মূলমন্ত্র বাতলে দিলেন সিলভা। সার্বিয়ার বিপক্ষে দলের জয় নিয়ে তার অভিব্যক্তি-‘ব্রাজিল জানে কিভাবে ভুগতে হয়। কিভাবে কামব্যাক করতে হয়। কিভাবে চাপের মধ্যেও নিজেদের ম্যাচ বের করে আনতে হয়।’

বুধবার মস্কোতে পাউলিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর দলের দ্বিতীয় গোল করেন সিলভা। এতে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে তারা শেষ ষোলোতে উঠেছে। জয়টা যে খুব সহজে আসবে না জানতেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ‘কয়েকটি মুহূর্তে আমাদের সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল প্রতিপক্ষের আক্রমণের মধ্যে পড়ার মুহূর্তে কীভাবে ভুগতে হয় আমরা জানতাম।’

ফিলিপে কোতিনহোর দারুণ পাস থেকে বুটের টোকায় গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল জড়ান পাউলিনিহো। পুরো ক্যারিয়ারে অনেক সমালোচিত হলেও দলের জন্য এভাবে অবদান রাখতে চান বার্সেলোনার মিডফিল্ডার কোতিনিহো।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি