ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
প্রকাশিত : ০৯:৫০, ২৫ জুলাই ২০১৯
ব্রাহ্মণবাড়িয়া থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। ৭ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে করে ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলাচলকারী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লাসহ ৬০ রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা বলেন, জেলার মহাসড়কগুলোতে সরকার কর্তৃক নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা, ফোর স্ট্রোক থ্রি হুইলার, ইজিবাইক, ট্রাক্টর চলাচল বন্ধ ও সড়কের পাশে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদসহ যে ৭ দফা দাবি করা হয়েছে তা না মানা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে।
আরও পড়ুন