ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২২, ২৯ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে অলিউল্লাহ নিবির (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অলিউল্লাহ নিবির জেলা শহরের দক্ষিণ মোড়েল এলাকার আমান উল্লার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির ব্যবসা শাখার ছাত্র ছিলেন।

জানা যায়, রোববার ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের দরজায় বসে ব্রাহ্মণবাড়িয়ার আসছিলেন নিবির। ট্রেনটি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে প্রবেশ করার সময় ট্রেনের দরজা থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে যান  নিবির। পরে স্থানীয়রা নিবিরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই সুব্রত বিশ্বাস জানান, জেলা প্রশাসনের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি