ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ব্রিটিশ আমলে শুরু হয় ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ৫ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৬:১২, ৮ এপ্রিল ২০১৭

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ আমলে শুরু হয় ঘোড়দৌঁড় প্রতিযোগিতা। ঢাকায় ঘোড়দৌঁড়ের প্রধান স্থান ছিলো রেসকোর্স ময়দান। পরে ধীরে ধীরে বাংলার সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে এই খেলা। এখনো বিভিন্ন উপলক্ষে গ্রাম-গঞ্জে ঘোড়দৌঁড়ের আয়োজন করা হয়। আর সেই আয়োজন ঘিরে বসে গ্রামীণ মেলা।

১৮২৫ সালে ঢাকায় ঘোড়দৌঁড়ের প্রবর্তন করেন ইংরেজ ম্যাজিস্ট্রেট চার্লস ডস। তবে, ঘোড়দৌঁড়কে জনপ্রিয় করায় অবদান রয়েছে ঢাকার নবাব আবদুল গনির।

ঢাকার রেসকোর্স ময়দান এক সময় ঘোড়দৌঁড়ের জন্যই প্রসিদ্ধ ছিল। নবাববাড়ির সদস্য এবং ঢাকার ধনাঢ্য ব্যক্তিদের ঘোড়ার দৌঁড় হতো এখানে।

কালের বিবর্তনে এই খেলা ছড়িয়ে পড়ে বাংলার গ্রামগুলোতেও।

প্রথম দিকে ঘোড়দৌঁড়ের উপর বাজী ধরা হতো। তবে, বর্তমান সময়ে ঘোড়দৌঁড় নির্মল আনন্দের খোরাক হয়ে উঠেছে।

গ্রামাঞ্চলে ঘোড়দৌঁড়কে ঘিরে বসে মেলা। ভীড় জমায় অসংখ্য দর্শক।

কালের বিবর্তনে গ্রামবাংলা থেকেও হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি