ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রিটিশ পার্লামেন্টে বলিউডের ‘ব্যাড বয়’ সালমানকে সম্মাননা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০১৭

‘হিট অ্যান্ড রান’  থেকে কৃষ্ণসার হত্যা। বিভিন্ন মামলায় বহু বার নাম জড়িয়েছে তাঁর। বলিউডে অনেকেই তাঁকে ‘ব্যাড বয়’ নামে পরিচয় দেন। সেই ‘ব্যাড বয়’কেই এবার ব্রিটিশ পার্লামেন্ট হাউজে সম্মানিত করা হল তাঁর সমাজসেবামূলক কাজের জন্য। শনিবার লন্ডনে ‘গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড ২০১৭ সম্মাননা পেয়েছেন সালমান খান।


ব্রিটিশ সাংসদ কিথ ভেজ, ‘ভাইজান’-এর হাতে পুরস্কার তুলে দেন। বিশ্বব্যাপী সলমনের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’-এর কাজের জন্যই এই পুরস্কার পেয়েছেন সালমান।


বিভিন্ন সমাজসেবামূলক কাজে বরাবরাই সলমনের স্বেচ্ছাসেবী সংস্থার নাম উঠে এসেছে। অবদানের কথা বলতে গিয়ে কিথ ভেজ বলেন, ভারতীয় সিনেমায় সাফল্যের পাশাপাশি, বিশ্ব জুড়ে সমাজসেবক রূপেও সুপরিচিত সালমান। এশীয় তরুণদের কাছে সালমান রোল মডেলও বটে।
সূত্র : আনন্দবাজার।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি