ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিটেন থেকে এলেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২৮ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রিটেনে করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ওই দেশটি থেকে কেউ বাংলাদেশে এলেই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুশাসন দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি করোনা নেগেটিভ রিপোর্টও থাকে, তারপরেও তাকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রধানমন্ত্রী আমাদের পরিষ্কার এই নির্দেশনা দিয়েছেন।’

তবে এই নির্দেশনা কখন থেকে কার্যকর হবে, তা সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

ঢাকার দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে আড়াই হাজার মানুষের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, ‘এর বাইরেও কিছু হোটেল এই ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা হবে। তবে হোটেলে কোয়ারেন্টাইনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে।’

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে। তাই দেশটির সঙ্গে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বিশ্বের বহু দেশ বন্ধ করে দিলেও বাংলাদেশ এখনো যোগাযোগ বন্ধ করেনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি