বিবিসির জরিপ
ব্রিটেনে কর্মজীবী নারীদের অর্ধেক-ই যৌন হয়রানির শিকার
প্রকাশিত : ১০:২২, ২৫ অক্টোবর ২০১৭
নারীদের কর্মক্ষেত্রের জন্য যুক্তরাজ্যকে অপেক্ষাকৃত আদর্শ দেশ মনে করা হলেও বাস্তবে উল্টো। সেদেশের প্রায় অর্ধেক চাকরিজীবী নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন। শুধু তাই নয়। কর্মজীবী পুরুষদের প্রতি ৫ জনের একজন যৌন হয়রানির শিকার হন। এমনটিই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
জরিপটি করেছে বিবিসি রেডিও। এতে কর্মজীবী দুই হাজার নারী পুরুষের বক্তব্য নেওয়া হয়েছে। এতে দেখা গেছে অসংখ্য নারী প্রতিনিয়ত কর্মক্ষেত্রে যৌন হয়রানির ও নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়। জরিপে দেখা গেছে, গবেষণায় অংশ নেওয়া ব্রিটিশ নারীদের ৫৩ শতাংশ এবং পুরুষদের ২০ শতাংশ জানিয়েছেন, তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন।
যে নারীরা যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের ৬৩ শতাংশই আবার শিকার করেছেন যে, তারা এসব নিয়ে তাদের নিয়োগকর্তাদের কাছে অভিযোগ করেননি। এছাড়া পুরুষদের মধ্যে ৭৯ শতাংশই স্বীকার করেছেন তারা হয়রানির শিকার হলেও এ বিষয়ে চুপ থাকেন।
এর আগে এক জরিপে জানা গিয়েছিল, ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণীরা অন্যদের চেয়ে অনেক বেশি হারে যৌন হয়রানির হুমকিতে থাকেন। তাদের দুই-তৃতীয়াংশই কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন। সেই জরিপে জানা গেছে, কর্মজীবী নারীদের প্রতি পাঁচজনের একজন দাবি করেছেন, তারা তাদের বসের কাছ থেকে নিপীড়নের শিকার হন।
তবে শুধু যৌন হয়রানি নয়, কর্মক্ষেত্রে অনেক নারী ধর্ষণসহ নানা ধরনের যৌন নির্যাতনের শিকার হন। তাদের নিজের অভিজ্ঞতা অনেকেই মি টু হ্যাশট্যাগে শেয়ার করছেন। এতে উঠে আসছে সারা বিশ্বের নারীদের যৌন নির্যাতনের নানা ভয়ঙ্কর কাহিনী।
সম্প্রতি বিবিসি রেডিও ৫ লাইভ কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিষয়ে দুই হাজার মানুষের সঙ্গে কথা বলে। এতেই উঠে আসে কর্মক্ষেত্রে যৌন হয়রানির এ ভয়াবহ তথ্য। সম্প্রতি মার্কিন প্রযোজন হার্ভে ওয়াইনস্টিনের বিরুদ্ধে নায়িকাদের যৌন হয়রানি করার বেশ কয়েকটি অভিযোগ উঠার পর এই জরিপের উদ্যোগ নেয় বিবিসি।
সূত্র : বিবিসি