ব্রিটেনে সাংবাদিক ফারজানার ওপর হামলায় বিএফইউজের উদ্বেগ
প্রকাশিত : ১৯:৫৩, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:০৩, ২৪ এপ্রিল ২০১৮
ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশের সাংবাদিক ফারজানা রূপার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ।
বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেন, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের খবর সংগ্রহের জন্য বাংলাদেশের একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা ব্রিটেনে অবস্থান করছেন ।
বৃহস্পতিবার নিউ ক্যাসেল এলাকায় রিপোর্ট সংগ্রহের সময় একটি সন্ত্রাসী চক্র দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে রূপাকে হত্যার প্রচেষ্টা চালায় এবং ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নিয়ে যায়।
সাংবাদিক নেতৃবৃন্দ ব্রিটেনের মত একটি সভ্য দেশে প্রকাশ্য দিবালোকে এ ধরনের সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।
বিএফইউজে নেতৃবৃন্দ ফারজানা রূপার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে লুণ্ঠিত ক্যামেরা উদ্ধার করার জন্য ব্রিটিশ পুলিশ বাহিনীর প্রতি আহবান জানায়। বাসস
টিকে