ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয় ইউনিয়ন

প্রকাশিত : ১১:০৯, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১১:০৯, ২৫ জুন ২০১৬

গণভোটের ফলাফলের পর এবার ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি নিতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগ করা পর্যন্ত অপেক্ষা করবেন না তারা। দ্রুতই এনিয়ে আলোচনা শুরু হচ্ছে। বুধবার বৈঠকে বসতে যাচ্ছেন ২৭ দেশের নেতারা। এছাড়া আজ ইইউ’র ভবিষ্যত নিয়ে প্রতিষ্ঠাকালীন ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরও জরুরী বৈঠকে বসার কথা রয়েছে। অন্যদিকে ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবারের গণভোটে ৫২ শতাংশ ব্রিটিশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে মত দেয়। এ ফলাফলের পরই ইউরোপসহ পুরো বিশ্বে নানামুখী প্রভাব ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি