ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

ব্র্যাক ব্যাংক ও বিকাশের অংশীদার হলো মালয়েশিয়ার ইনসেন্টিভ রেমিট

প্রকাশিত : ২১:১৫, ৩ এপ্রিল ২০১৯

স্বনামধন্য মালয়েশিয়ান ডিজিটাল মানি ট্রান্সফার কোম্পানি, ইনসেন্টিভ রেমিট, বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে যাচ্ছে। ব্র্যাক ব্যাংক ও বিকাশের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে এ সেবা দিবে ইনসেন্টিভ রেমিট। 

ইনসেন্টিভ রেমিট এর অ্যাপ ব্যবহার করে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা এখন বাংলাদেশে দ্রুত ও  নিরাপদে টাকা পাঠাতে পারবেন: 

১.      ১০ লাখ ব্র্যাক ব্যাংক একাউন্ট

২.      ১৮৬টি ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ও ৩০টি এসএমই অফিস এবং

৩.       বিকাশের তিন কোটি মোবাইল একাউন্টে

ইনসেন্টিভ রেমিট এর মোবাইল-ফার্স্ট নামক ডিজিটাল মডেল ব্যবহার করায় গ্রাহককে টাকা পাঠানোর জন্য কোনো এজেন্টের কাছে যেতে হবে না। তাই টাকা পাঠানোর জন্য গ্রাহকের সময় ও অর্থের সাশ্রয় হবে।

ইনসেন্টিভ রেমিট এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিকাশের মোবাইল মানি ওয়ালেটে টাকা পাঠানো যাবে। ইনসেন্টিভ রেমিট এর সাহায্যে প্রেরিত এ অর্থ গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে, মোবাইলে রিচার্জ করতে, বিল পরিশোধ ও কেনাকাটা করতে পারবেন। গ্রাহকরা বিকাশ এজেন্টের নিকট থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন অথবা তাদের বিকাশ অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন।  

২০১১ সালে যাত্রা শুরু করে বাংলাদেশের তিন কোটি গ্রাহকের আস্থা অর্জন করে সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিকাশ।

প্রবাসে বসবাসরত জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। প্রবাসদের পাঠানো অর্থ বা বৈদেশিক রেমিটেন্স গ্রহিতা দেশ হিসেবে বাংলাদেশ এখন সারা বিশ্বে নবম অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক রেমিটেন্স এসেছে ।

ইনসেন্টিভ রেমিট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মানিন্দর ভোল্লার বলেন,বাংলাদেশের সর্বত্র সুপরিচিত ও শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্র্যাক ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারিত্ব বাংলাদেশে ব্যাংকিং সুবিধা-বঞ্চিত জনগোষ্ঠীকে মোবাইল মানি একাউন্টের মাধ্যমে আর্থিকভাবে অর্ন্তভুক্ত করে সরাসরি রেমিটেন্স পেতে সহায়তা করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে সারাদেশের ১০ লাখেরও বেশি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট ও শতাধিক ক্যাশ পিক আপ লোকেশনের সাথে যুক্ত হবে ইনসেন্টিভ রেমিট।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন,ইনসেন্টিভ রেমিট এর সাথে যুগান্তকারী এই নতুন ডিজিটাল পার্টনারশিপের মাধ্যমে আমাদের গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে ও সরাসরি তাদের ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ কাউন্টারে নগদ উত্তোলন, ব্যাংকের এজেন্ট পয়েন্ট ও বিকাশ মোবাইল ওয়ালেটের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করতে পারবেন। 

বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রশীদ বলেন, ব্র্যাক ব্যাংকের সাথে ইনসেন্টিভ রেমিট এর মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে অর্থ প্রেরণের সুবিধা চালু করতে পেরে আমরা আনন্দিত। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে দেশের অভ্যন্তরে যেকোন সময় যেকোন স্থানে রেমিটেন্স সেবা পাওয়ার জন্য এই অংশীদারিত্ব মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের জন্য হবে অসাধারণ এক অভিজ্ঞতা।

কেআই/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি