ব্র্যাক ব্যাংক ফাইনান্সিংয়ের মাধ্যমে ইয়ামাহার বাইক হস্তান্তর
প্রকাশিত : ১৬:২৫, ৩১ জানুয়ারি ২০১৯
ইয়ামাহা’র গ্রাহকদের উত্তরোত্তর সেবার পরিধি বৃদ্ধির জন্য এসিআই মটরস্ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইয়ামাহা মটর বাইক ও স্কুটার এর নতুন গ্রাহকদের জন্য এবং ব্র্যাক ব্যাংক এর সহজ ঋণ ও কিস্তি সুবিধা নিয়ে এলো।
ইয়ামাহা মটর বাইক ও স্কুটার এর নতুন গ্রাহকদের জন্য ঋণ সুবিধা সহজলভ্য করতে গত ৩ জানুয়ারী ২০১৯ ব্র্যাক ব্যাংক ও ইয়ামাহা’র মধ্যে এই ব্যাপারে এক চুক্তি সই হয়।
গতকাল ৩০ জানুয়ারী ২০১৯ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তির আওতায় প্রথম গ্রাহক ইয়ামাহা মটর বাইক গ্রহণ করেন। ঢাকার মিরপুরে অবস্থিত ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে ব্র্যাক ব্যাংক ফাইনান্সিং এর মাধ্যমে বাইক লোন প্রাপ্ত গ্রাহকের হাতে তুলে দেয়া হয় তার ক্রয়কৃত মোটরসাইকেল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিউল হক, বিজনেস ম্যানেজার, এসিআই মটরস্, মো: দেওয়ান ইমতিয়াজ আহমেদ, হেড অব রিটেইল লেন্ডিং প্রোডাক্টস্, মো: মাহাবুবুল ফারুক খান, হেড অব সেলস্, অটো লোন, ব্র্যাক ব্যাংক লিমিটেড। এছাড়া এসিআই মটরস্ ও ব্র্যাক ব্যাংক এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। এসিআই মটরস্ স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে সারাদেশে এর ৪১টিরও বেশি থ্রিএস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট এবং ৩টি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।
আরকে//
আরও পড়ুন