ব্র্যাক ব্যাংকের বাণিজ্য ও রপ্তানিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত : ২২:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮
ব্র্যাক ব্যাংক এবং সুইজারল্যান্ডের জুরচার ক্যান্টনাল ব্যাংক যৌথভাবে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে বাণিজ্য এবং রপ্তানিতে অর্থায়নবিষয়ক দ্বিপক্ষীয় সেমিনারের আয়োজন করে।
সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগ, ট্রেড ডেভেলপমেন্ট, অপারেশনস, আন্ডাররাইটিং, ট্রেজারি এবং ফিনান্সিয়াল ইন্সটিটিউশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেয়। এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) সহ বাণিজ্য ও রপ্তানিতে অর্থায়নবিষয়ক বিভিন্ন তথ্য প্রদান এবং অভিজ্ঞতা আদান-প্রদান করার উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
জুরচার ক্যান্টনাল ব্যাংকের ট্রেড ও এক্সপোর্ট ফিনান্স বিভাগের প্রধান রেনে কিরসোফার, রিজিওনাল ম্যানেজার লরিস ডোমিনিক ফিশার, চিফ রিপ্রেজেনটেটিভ এস. কৃষ্ণামূর্তি, সুইশ এক্সপোর্ট রিস্ক ইনস্যুরেন্সের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ভেরেনা উটজিনজার এবং ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান, ট্রেজারি ও ফিনান্সিয়াল ইন্সটিটিউশন বিভাগের প্রধান মো. শাহীন ইকবালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সেমিনারে উপস্থিত ছিলেন।
এসএইচ/
আরও পড়ুন