ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ব্র্যান্ড ক্যাম্পেইন শুরু করলো বিপ্রপার্টি ডটকম

প্রকাশিত : ১৯:৩১, ৭ ফেব্রুয়ারি ২০১৯

বিক্রয় ও ভাড়ার জন্য প্রায় ২৫,০০০ তালিকাভুক্ত প্রপার্টি নিয়ে দেশের রিয়েল এস্টেট খাতের সর্ববৃহৎ মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম প্রথমবারের মতো তাদের ব্র্যান্ড ক্যাম্পেইন শুরু করেছে। “ওপেন দ্য ডোর” শিরোনামে একটি জোরালো ও সাড়া জাগানো প্রতিপাদ্য নিয়ে তাদের ব্র্যান্ড ক্যাম্পেইন শুরু করেছে প্রতিষ্ঠানটি, যেখানে প্রডাক্ট বা সার্ভিসকে প্রাধান্য দেওয়া হয়নি বরং মানুষের আগ্রহ, এগিয়ে যাওয়ার প্রেরণা ও নতুন কোন প্রচেষ্টা কিভাবে সম্ভাবনার দরজাকে খুলে দিতে পারে এমন বিষয়কে ফোকাস করা হয়েছে। টেলিভিশন, রেডিও, প্রিন্ট, অনলাইনসহ মিডিয়ার বাইরেও ভিন্ন ভিন্ন ফরম্যাটে একটি ব্র্যান্ড ম্যানিফেস্টোর সাথে ক্যাম্পেইনটি শুরু করেছে বিপ্রপার্টি ডটকম।

এক মিনিটের টিভি বিজ্ঞাপন ছাড়াও বিভিন্ন পত্রিকা ও ডিজিটাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। “ওপেন দ্য ডোর” প্রতিপাদ্য নিয়ে পরিচালিত ক্যাম্পেইনটির মধ্য দিয়ে বিপ্রপার্টি ডটকমকে একটি সহযোগী ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে দেখানো হয়েছে। বাংলা ম্যানিফেস্টোতে “সম্ভাবনার শুরু এখানেই” প্রতিপাদ্যটির মাধ্যমে যেকেউ একটি নতুন সম্ভাবনাকে খুঁজে পাবেন। বিপ্রপার্টি ডটকম সকল মিডিয়াতে এই প্রতিপাদ্য ব্যবহার করবে। তবে প্রতিটি মাধ্যমের সম্ভাবনার উপর নির্ভর করে প্রতিপাদ্যটিকে বিভিন্নভাবে ব্যবহার করা হবে।

বিপ্রপার্টি ডটকম’র প্রধান নির্বাহী (সিইও) মার্ক নসওয়ার্দি বলেন, “আমরা আমাদের ব্র্যান্ডের জন্য এমন একটি পজিশনিং করতে চেয়েছি যেটি আমাদের ব্র্যান্ডকে প্রতিফলিত করার পাশাপাশি একইসঙ্গে মানুষকে সহজ সমাধান প্রদান করবে এবং বাংলাদেশিদের নতুন নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলিকে প্রতিফলিত করে সার্বিকভাবে ব্র্যান্ড ভ্যালু সরবরাহ করার প্ল্যাটফর্ম হিসেবে বিপ্রপার্টিকে পরিচিত করবে। আমি বিশ্বাস করি ব্র্যান্ড কোন একটি অর্ন্তনিহিত অর্থকে প্রতিনিধিত্ব করে। কিন্তু এখানে চ্যালেঞ্জ হল অন্তর্নিহিত অর্থ থেকে একটি অর্থবহ গল্প তৈরি করা যা একটি ব্র্যান্ডকে ইউনিক পজিশনে নিয়ে যেতে পারে। যদিও আমরা একটি টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করেছি যেখানে বিপ্রপার্টি ডটকম থেকে প্রপার্টি ক্রয়, বিক্রয় ও ভাড়া নেওয়ার বিষয়টি দেখানো হবে ঠিকই কিন্তু একইসাথে প্রডাক্ট পজিশনিং এর পরিবর্তে জীবন-দর্শনকেও তুলে ধরা হয়েছে।”

এই ক্যাম্পেইনটি বিপ্রপার্টির এমন এক ইউনিক পজিশনিংকে ধারণ করে যেখানে টেকনোলোজি ব্যবহার করে মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করলেও মানুষের জীবনের গল্পকে প্রাধান্য দেয়া হয়েছে। ক্যাম্পেইনটিতে লাইফ জার্নি, এগিয়ে চলা, পরিবার, চাহিদা ও আরো অনেক বিষয়কে তুলে ধরা হয়েছে যার মাধ্যমে ব্র্যান্ডটিকে আমরা একটি মানবিক ব্র্যান্ড হিসেবে দেখতে পাব।

বিপ্রপার্টি ডটকম সম্পর্কে-
ইমারজিং মার্কেটস্ প্রপার্টি গ্রুপ (ইএমপিজি)–এর অঙ্গসংস্থান বিপ্রপার্টি ডটকম বাংলাদেশে যাত্রা করে ২০১৫ সালে এবং কোম্পানিটির ওয়েবসাইটে ভাড়া ও বিক্রি করার জন্য বর্তমানে ২৫,০০০ এরও বেশি প্রপার্টির তথ্য দেওয়া আছে। উঠতি মার্কেটগুলোর চাহিদা অনুযায়ী রিয়েল এস্টেট খাতে বিশ্বমানের সেবা দেয়ার ক্ষেত্রে ইএমপিজি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া এশিয়া, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার রিয়েল এস্টেট খাতেও ইএমপিজি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইএমপিজি-এর সদরদপ্তর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। বাংলাদেশে বিপ্রপার্টির সদরদপ্তর ঢাকার গুলশান-১ –এ। আরও জানতে ভিজিট করুন: www.bproperty.com

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি