ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ব্লক মার্কেটে ৮২ কোটি টাকার লেনদেন

প্রকাশিত : ১৮:৩৯, ২০ মে ২০১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (২০ মে) ১০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির প্রায় ৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ২ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮৫৪টি শেয়ার ৩০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮১ কোট ৮৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৯৯ লাখ ৭ হাজার টাকার সোনারবাংলা ইন্স্যুরেন্সের এবং ১০ কোটি ৫৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

এছাড়া ব্যাংক এশিয়ার ৯ কোটি ৬৫ লাখ টাকার, এস্কয়্যার নিট কম্পোজিটের ৩ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫৬ লাখ ৪০ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৭০ লাখ টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৩ লাখ ৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫৬ লাখ ৭৯ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ২ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি