ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

'ব্লাস্ট' ছত্রাকের আক্রমনে চুয়াডাঙ্গায় গম উৎপাদনে বিপর্যয়

প্রকাশিত : ১৩:৩২, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৩২, ৯ এপ্রিল ২০১৬

ব্লাস্ট নামে এক ধরণের ছত্রাকের আক্রমনে চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় গম উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে চাষী। লক্ষমাত্রার অর্ধেক জমিতে এই রোগ দেখা দেয়ায় এরইমধ্যে পুড়িয়ে দেয়া হয়েছে আক্রান্ত গমের অধিকাংশ ক্ষেত। কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক কারণেই দেখা দিয়েছে এই রোগ। Laxmipur Wheetকেটে, মাড়াই করে খরচ উঠবে না, এ আশংকায় ক্ষেতেই গম পুড়িয়ে দিচ্ছে কৃষক। ঘাম-শ্রমের ফসল ঘরে তোলা হবেনা। পড়তে হবে আর্থিক লোকসানে। তাই ম্লান তাদের মুখ। জেলার ৫ হাজার ৮শ’ ১০ হেক্টর জমিতে আবাদ করা গমের মধ্যে এরিমধ্যে ব্লাস্ট ছত্রাক আক্রান্ত ২ হাজার ৫শ’ ৬৩ হেক্টর জমি। মাঠের পর মাঠ গমের শীষ চিটা হয়ে গেছে। কৃষকরা বলছেন,মাসখানেক আগে হঠাৎ করে তিন দফা বৃষ্টির পর এই রোগ দেখা দেয়। গম চাষে বিঘা প্রতি ৮ হাজার টাকা খরচ হয়েছে। বিক্রি করা যাবেনা এক টাকার গমও। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবেন তারা। আগামী মৌসুমে চাষাবাদের অর্থের সংস্থান কি করে হবে জানেনা চাষীরা। সরকারিভাবে আর্থিক সহযোগীতার দাবি তাদের। কৃষি বিভাগ বলছে, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল পরিদর্শনের পর ব্লাস্ট রোগে আক্রান্ত গম ক্ষেত পুড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি