ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বড় জয় দিয়ে বায়ার্ন মিউনিখের মৌসুম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১৯ আগস্ট ২০২৩

জার্মান বুন্দেসলিগায় বড় জয় দিয়ে মৌসুম শুরু করলো চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ওয়েরডার ব্রিমেনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে গোল আদায় করে নেয় বাভারিয়ানরা। মাত্র ৪ মিনিটে দলেকে এগিয়ে দেন লেরয় সানি। 

এই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বায়ার্ন মিউনিখ। 

বিরতির পরে গোলের দেখা পান রেকর্ড ট্রান্সফার ফি-তে টটেনহ্যাম থেকে বায়ার্নে আসা ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। শেষের দিকে নিজের জোড়া পূর্ণ করেন লেরয় সানে। 

যোগকরা সময়ে স্কোরশিটে নাম তুলে বাভারিয়ানদের ৪-০ গোলের বড় জয় এনে দেন ম্যাথিস টেল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি