ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বড় জয় রোনালদোর দল আল নাসরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ২১ সেপ্টেম্বর ২০২৪

সৌদি প্রো লিগে আল বড় জয় পেয়েছে আল নাসর। আল ইত্তিফাককে ৩-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

নিজ মাঠে প্রথমদিকে আল নাসরের সাথে সমানতালেই লড়াই করেছে ইল ইত্তিফাক। তবে নিজেদের ডি বক্সে ম্যাচের ৩৩ মিনিটে ভুল করে বসে দলটি। এতে পেনাল্টি পায় আল নাসের। 

দলকে এগিয়ে নেয়ার সুযোগটি মিস করেননি রোনালদো। এটি মৌসুমে তার তৃতীয় গোল। এ নিয়ে রোনালদোর গোলসংখ্যা এখন  ৯০২টি। হাজার গোল থেকে মাত্র ৯৮ গোল দূরে ‘সিআর সেভেন’। 

পিছিয়ে পরে খেই হারিয়ে ফেলে ইত্তিফাক। বিরতির পর হজম করে আরো দুই গোল। গোল দুটি করেছেন সালেম-আল নাজদি ও তালিসকা। 

দায়িত্ব নিয়ে শুরুটা দুর্দান্ত হলো এসি সাবেক কোচ পিত্তলির। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে আর নাসর। কয়েকদিন আগে ব্যর্থতার দায়ে লুইস কাস্ত্রোকে ছাঁটাই করে আল নাসর ক্লাব।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি