ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বড় জয়ে টি২০ সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী এ’ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ১২ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বড় জয়ে শ্রীলংকা নারী এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ পি সারা ওভাল স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলংকাকে ৭ উইকেটে পরাজিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

প্রথমে ব্যাটিং থেকে শ্রীলংকা ৭ উইকেটে ১১২ রান সংগ্রহ করে। তিন উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে বাংলাদেশ সেই লক্ষ্য পূরণ করে।

ফাহিমা খাতুন চার ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলংকার ইনিংস বড় করতে দেননি। ব্যাট হাতে ৪৪ বলে ৪৮ রান করে বাংলাদেশকে জয় উপহার দেন শামিমা সুলতানা। 

উদ্বোধনী জুটিতে নেথমি পুর্না ও কৌশিনি নুথিয়াঙ্গা ৭২ রানের শক্তিশালী জুটি গড়েছিলেন। কিন্তু পরের ব্যাটাররা আর এই ছন্দ ধরে রাখতে পারেননি। মূলত ফাহিমার বোলিং তোপে শ্রীলংকার ভিত শক্ত হতে পারেনি। কৌশিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন। এছাড়া পূর্না করেছেন ২৭ রান। 

ফাহিমার ৩ উইকেট ছাড়াও জাহানার, সুলতানা, রাবেয়া ও রিতু মনি ১টি করে উইকেট দখল করেছেন।
১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৪০ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন সাথি রানী ও শামিমা সুলতানা। দুই ওপেনার জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজটা সহজেই করেছেন সুবহানা মোস্তারি ও মুরশিদা খাতুনরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন শামিমা সুলতানা। ৫ চার ও এক ছক্কার মারে ৪৪ বলে ৪৮ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি